বিনোদন প্রতিবেদক
আগামী ৫ মে, ২০২৫ তারিখে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ওয়ালটন কেবল প্রেজেন্টস ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)-এর জমজমাট আসর, যা চলবে ১২ মে, ২০২৫ পর্যন্ত। এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও সেলিব্রিটি খেলোয়াড়দের অংশগ্রহণে এই পেশাদার ক্রীড়া ইভেন্টটি নতুন এক উন্মাদনা সৃষ্টি করবে, যেখানে তারকারা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
গত ১ মে, বৃহস্পতিবার, রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ালটন কেবল প্রেজেন্টস “সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি)”-এর ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চারটি দল—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পার্টান্স—নিয়ে আলোচনা করা হয়। এ সময় দলগুলোর মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত ছিলেন এবং তাদের নিজ নিজ দলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোশান, নাদিয়া, কর্নিয়া, আরেফিন রুমি, দীপা খন্দকার, পার্থ শেখ, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, রাশেদ সীমান্ত, সাজ্জাদ খান সান, সারিকা সাবরিন, আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাপ-কা-বেটা এবং মাশরুর ইনান (কিটো ভাই), অর্গানাইজিং টিমের সদস্য রেজাউল আহসান সিকদার (রেজা), বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ফাউন্ডার ও সিইও গোলাম শাহরিয়ার কবীর।
এ বছর “সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)”-এর মূল লক্ষ্য কেবল একটি রোমাঞ্চকর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করাই নয়, বরং এর মাধ্যমে সমাজে ঐক্য, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করাও।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.