ওমর ফারুক খোন্দকার: ফেনী জেলার, সোনাগাজী উপজেলার ৬ নং চরছান্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড় জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসুচি ২০২৩ পালিত হয়েছে। সোমবার (২২, মে) চরছান্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড প্রত্যান্ত-চরাঞ্চলের উত্তর বাখরিয়া এলাকায় মসজিদও মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গুণ সম্পন্ন গাছের চারা রোপণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন স্থানীয় ওয়ার্ড় মেম্বার আকবর হোসেন ও সোসাইটির উপদেষ্টা মো. ইসমাইল হোসেন।
বৃক্ষরোপণ কালে সমাজকর্মী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শহীদুল ইসলাম মুঠোফোন বার্তায় বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে, সবুজায়ন এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী আমাদের একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় আজ ফুল, ফল ও ঔষধি গুণ সম্পন্ন গাছের চারা রোপণ করা হলো। এছাড়াও আমদের এ সোসাইটি দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও জনসচেতনতা মূলক কর্মকান্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনকল্যাণ সোসাইটির কার্যকরি পরিষদের সিনিয়র সদস্য মো. ইমরানুল হক সালমান, মো. নাহিদুল ইসলাম ও মো. মারুপ হোসেন সহ এলাকার স্থানিয় ব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.