মো. ওমর ফারুক খোন্দকার
মালদ্বীপ প্রতিনিধি
কর্মদক্ষতা আর শ্রেনী কক্ষে সুদক্ষভাবে পাঠদানের অবদান রাখায় উপজেলায় শেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন ফেনী জেলা, সোনাগাজী উপজেলার, দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ বিএ সি।
এই উপলক্ষে একই উপজেলার ৬ নং চরচান্দিয়া ১ নং ওয়ার্ড় জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, মালদ্বীপ প্রবাসী ও জনকল্যাণ সোসাইটির পরিচালক মো. শহীদুল ইসলাম শহিদ, কার্যকরি পরিষদের সদস্য মো. নাহিদুল ইসলাম, মো. ইমরানুল হক সালমান, মো. মারুফ সহ জনকল্যাণ সোসাইটির সকল সদস্য সহ উক্ত মাদ্রাসার সন্মানিত শিক্ষক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.