সোনামনির আড়ি
বিধান চন্দ্র দেবনাথ
সোনামনি দিল আড়ি
যাবে না আজ নিজের বাড়ি
খাবে না আজ ভাত।
আজকে যে তার মনে ব্যথা
বলবে না সে কোনো কথা
ঘুমাবে না রাত।
রাগ করে আজ কোনো লাভ নাই
চলো আমরা ললি পপ খাই,
তুমি কেনো চুপ?
তোমার মা যে তোমার জন্য
হয়ে আছে আজ যে হন্য
মলিন হচ্ছে রূপ।
বাবা বললেন, শোন মেয়ে
রাগ করো না চলো খেয়ে-
পড়তে আমরা বসি।
অভিমান সব ভুলে গিয়ে
চলো আমরা যাই হারিয়ে
বাঁজাই খুশির বাঁশি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.