বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল (এমপি) কে আড্ডা ইউনিয়নবাসী’র পক্ষ থেকে সোনার নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
সোনার তৈরি নৌকা উপহার দিয়েছেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।
শনিবার ২৯ এপ্রিল দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর (শ্বশুর বাড়ী) পারিবারিক সফরে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা স্বরূপ এ জেড এম শফিউদ্দিন শামীম এর পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন, কবি মো. সবুজ হোসেন প্রমুখ সোনার তৈরি নৌকা উপহার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করে নেন।
নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে শ্বশুরের নামে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া গ্রন্থাগারের উদ্বোধন ও বরুড়ায় শহীদস্মৃতি সরকারি কলেজে দলীয় জনসভায় অংশগ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.