প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ২:৫৮ এ.এম
স্বপ্নের খেয়া
-
স্বপ্নের খেয়া, স্বপ্নে দেখি আমি
তরতরিয়ে চলে ভেসে ভেসে,
খেয়া বেয়ে চলব আমি আজ
পৌঁছে যাব মেঘপরিদের দেশে।
ছায়াপথ এক মোমগলানো নদী
সেখান দিয়ে চলবে আমার খেয়া,
আলোয় ভরা সে এক নতুন পথ
তারই মাঝে আমার আসা যাওয়া।
সুজন তুমি চাও যেতে মোর সাথে
তোমায় আমি নেব সঙ্গী করি,
তোমায় পেয়ে খুশি হব আমি
পূর্ণ হবে আমার খেয়া তরী।
ক্রমে ক্রমে রাত বাড়বে যত
চতুর্দিক হয় শান্ত ও নিঃঝুম,
স্বপ্নপরী তখন কাছে এসে
স্বপ্নাবেশে দেবে আমায় চুম।
*** ***
রচনাকাল-17-03-2018
শ্রীরামপুর, মুরারই, বীরভূম।
পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.