প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ১০:৪৪ এ.এম
স্বাধীনতা

বিধান চন্দ্র দেবনাথ
জামালগঞ্জ, সুনামগঞ্জ
২৫শে মার্চের কালো রাতে,
পাক বাহিনী করলো যখন হানা
তখন থেকেই স্বাধীনতা যুদ্ধের
বেঁধেছিল দানা।
বাঙালি জাতি বীরের জাতি
মাথা নোয়াবার নয়,
তাঁদের বুকে কোন সময়
নাই তো কোন ভয়।
নয় মাস যুদ্ধে কত
ভাই হারিয়েছে বোন,
আর স্ত্রী হারিয়েছে স্বামী
স্বাধীনতাটাই ছিল তাঁদের কাছে দামী।
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে
পেলাম স্বাধীনতা।
তাই তো আমরা বীর বাঙালি
আমরা স্বাধীন চেতা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.