মাহফুজুর রহমান:
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আওয়ামী লীগ নেতা বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এই ইউপির বর্তমান চেয়ারম্যান।
থানা সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে আন্দোলনকারীকে হত্যার ঘটনায় রাজধানীর মেট্রোপলিটন এলাকায় রামপুরা থানার একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার রাতে থানা পুলিশের বিশেষ একটি দল তাকে গ্রেফতার করে।
আ'লীগ নেতা শেখ জাকির হোসেনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে।
জানা যায়, দেড় দশক আগে বাঙ্গরা বাজারে ফুটপাতে চা সিগারেট বিক্রি করতো এই আ'লীগ নেতা শেখ জাকির হোসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই শুরু হয় তার উত্থান। চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানান অপকর্মের মাধ্যমে স্বঘোষিত সম্রাট বনে যান তিনি। ২০২২সালে দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে হয়ে যান ইউপি চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসায়ীদের দোকান তালা দিয়ে আদায় করতেন চাঁদা। তাদের ভয়ে কেউ মুখ খুলতো না। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার সাম্রাজ্য ছিলো বহাল তবিয়তে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার একাধিক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী হলেও এলাকায় তিনি ছিলেন বহাল।
অবশেষে শুক্রবার রাতে পুলিশের হাতে আটক হোন এলাকার স্বঘোষিত সম্রাট শেখ জাকির হোসেন।
বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন ওয়ারেন্ট ভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেনকে রাতেই রামপুরা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।