এরশাদুল হক তালুকদার, ভ্রাম্যমান প্রতিনিধি
হবিগঞ্জের স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ আভিযানিক দল সোমবার সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মাইজবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে প্রেফার ও ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি- নুরুজ্জামান সাগর (২৪) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার রঘুচৌধুরীপাড়া গ্রামের অলি মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম হবিগঞ্জ জেলার বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে গত ১০ নভেম্বর স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় আদর্শ বাজার হতে বড়বাজারগামী পাকা রাস্তার সংগ্রাম রায়েরপাড়াস্থ নাপিত বাড়ির সামনে থেকে অপহরণ করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবার দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.