মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি: র্্যাব ১১, সিপিসি-২, কুমিল্লার বিশেষ অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে বলে জানা যায়।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ আগস্ট ২৩ইং তারিখ ভোরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের মৃত সালাম খন্দকার এর ছেলে মোঃ সজিব খন্দকার (৩৩), একই থানার রামদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখ এর ছেলে মোঃ আলামিন শেখ (২০) এবং একই থানার দাতপুর গ্রামের আব্দুল আওয়াল মুন্সী এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে স্কোয়াড্রন লীডার এ,কে,এম মনিরুল আলম জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.