প্রেস রিলিজ
বরিশালের হিজলায় কোস্ট গার্ডের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ০১ লা মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলাধীন টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে সাওদা (৫) নিখোঁজ হয়। স্থানীয় লোকজন তথ্যটি কোস্ট গার্ড স্টেশন হিজলাকে জানালে উক্ত দিন দুপুর ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা এবং স্টেশন হিজলার সমন্বয়ে উদ্ধারকারী দল বরিশাল জেলার হিজলা উপজেলাধীন টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ সাওদা (৫) কে উদ্ধারের নিমিত্তে ২ দিন ব্যাপি “সার্চ এন্ড রেসকিউ” অপারেশান পরিচালনা করে। আজ ১ লা মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় (৩য় দিন) উদ্ধারের জন্য গমন করলে সকাল ৮ টায় স্থানীয় লোকজন কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন চর শিবলি এলাকায় একটি মৃতদেহ ভেসে উঠেছে বলে কোস্ট গার্ডকে অবগত করে। পরবর্তীতে সকাল সাড়ে ৮ টায় উদ্ধারকারী দল উক্ত স্থান হতে নিখোঁজ সাওদা (৫) এর মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃতদেহ বরিশাল হিজলা উপজেলাধীন বাউশিয়া টেকের বাজারের বাসিন্দা মোঃ শামীমের ছেলে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ নৌ-পুলিশ হিজলার নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.