
হুঁশিয়ার হ
আসাদুজ্জামান খান মুকুল
দেশটা আমার মায়ের মতো এতে করি বাস,
এই দেশেতে হেসে খেলে মিটাই মনের আশ।
অপরূপ তাঁর রূপ বৈচিত্রে গড়ে দিলেন সাঁই,
মা' প্রদত্ত সকল শান্তি আমার দেশে পাই।
দেশকে নিয়ে ছিনিমিনি খেলিস না রে কেউ,
করতে চাইলে দেশের ক্ষতি বাড়বে দুঃখের ঢেউ।
আসলে আঘাত দেশের বুকে ধরে রুদ্রের বেশ,
অস্ত্রাঘাতে শত্রুদেরকে করব তবে শেষ।
হুঁশিয়ার হ!আছিস যারা দেশের শত্রু গণ,
দেশ মাতৃকার সম্মান রাখতে করছি আজি পণ!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.