হৃদয়ে আলোছায়া
স্বর্ণা তালুকদার
যখন থাকো মনের আকাশে খুব কাছে
নব নৃত্যে মন ময়ূরী আপন সাজে
যখন থাকো না কাছে সবই ধূসর লাগে,
ভালবাসি তোমায় শত
তবুও হতে চাই না শর্তে নত
অভিমান না হয় থাকলো আড়ালে
পুড়তে চাই না বৃথা অনলে
সাজব আজি নবরূপে,
ভালবাসা সে তো বহুরূপী
আজ কেন হঠাৎ বৃষ্টি
স্বর্গ নরক সবইতো নিজের সৃষ্টি
ভালবাসা হয়ে যায় অনুরাগী,
মন আদান প্রদানের রীতিনীতি
ভালবাসা হল ধূপছায়া
হৃদয়ের মাঝে আলোছায়া।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.