সোমা মুৎসুদ্দী
ফলের দেশে ফুলের দেশে
হেমন্তকে ডাকি
ঠান্ডা হাওয়ার কলকলানি
চারপাশটা আঁকি।
রোদের সাথে মেঘের খেলা
সারা আকাশ জুড়ে
পড়শি খোকার মান ভেঙেছে
কোন উদাসী সুরে।
বনের মেয়ে বনানী আজ
হেমন্তকে ডাকে
কোন সে বাউল হেঁটে চলে
দূরের নদীর বাঁকে।
সবুজ ফসল দুলছে দোদুল
ছুটছে কৃষক মাঠে
চাল কিনতে নুন আনতে
যায় হাটুরে হাটে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.