 
    
হেমন্ত এলে
স্বর্ণা তালুকদার
হেমন্ত আসে হেসে খেলে
ধানের গোলা কৃষাণী মনে খুশি মেলা
উচ্ছাসে হারায় বেলা৷
নবান্ন পিঠা পায়েস হলে
শিশু হাসে মায়ের কোলে
হেমন্তের মিষ্টি রোদের ঝলমলে
কখনো বা ঠান্ডা হাওয়ায়
ময়ুরী রং বাহার আনন্দ জাগায়
হেমন্ত মটরশুঁটি ঘরে ঘরে
হলুদ খামে হেমন্ত আসে নীড়ে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.