মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকায় উসমান জুন্নুরাইন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মো: মাহবুবুর রাজ্জাক (চঞ্চল)।
এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করেন ও সবক প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি লুৎফুর রহমান, মুহাদ্দিস- আমেনা মহিলা মাদ্রাসা হোসেনপুর। মুফতি নজরুল ইসলাম, শাহাবানগর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, সাহেবের চর।
ক্বারী আবদুস সাত্তার,পরিচালক ও প্রশিক্ষক, হোসেনপুর উপজেলা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা।মাওলানা বরকতউল্লাহ, মুহতামিম -রাবিয়া বসরী মহিলা মাদ্রাসা, হোসেনপুর। মুফতি হারুন আল মোবারক, ইমাম ও খতিব -কেন্দ্রীয় জামে মসজিদ পিতলগঞ্জ বাজার। সাহেবের চর হাজীবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান, সাংবাদিক মাহফুজ রাজা, সিদ্দিক হোসেন, এরশাদ হোসেন ও এনায়েত হোসেন ওয়াদূত, সাকিনসহ এলাকার ময়মুরুব্বি, যুবক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা।
দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাদ্রাসাটির উন্নয়নে আর্থিকসহ সব রকম উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।
পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।এ সময় উক্ত মাদ্রাসার মুহতামিম
মাহবুবুর রাজ্জাক বলেন, বিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হচ্ছে, প্লে -থেকে ৫ম শ্রণি পর্যন্ত বালক-বালিকা শাখায় ভর্তি চলছে। মাদ্রাসাটি সুবিন্যাস করতে স্থানীয়, দেশ ও প্রবাসের মানবিক সংগঠন কিংবা ব্যাক্তিদের সুদৃষ্টি প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.