মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: এক যুগ আগে কিশোরী অপহরণের অভিযোগে যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন বেপারী নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০১১ সালে শরীয়তপুরের নড়িয়া থানার বাংলাবাজারের ইল্লার বাজার থেকে ১৫ বছরের এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করেন জয়নাল।ওই ঘটনায় কিশোরীর বাবা জয়নাল ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কিশোরীকে নড়িয়া এলাকা থেকে উদ্ধার করলেও জয়নাল পালিয়ে যায়।
পরে জয়নালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়নালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।
সে সময় জয়নালকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। সেই সাজা মাথায় নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিচয় লুকিয়ে এবং কখনও কখনও ছদ্মবেশে পালিয়ে ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.