সম্প্রতি বাংলাদেশ-চীন বন্ধুত্ব কেন্দ্রের (China-Bangladesh Friendship Center) ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংগঠনের বিধি অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. ফখরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন চেন কিউহুয়া (Ms. Chen Qiuhua)। দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ কামরুল হাসান ও ঝং ইয়ানমেং (Mr. Zhong Yanmeng)-কে সম্মানসূচক সভাপতি মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নীপা দাস ও আশিকুর রহমান সরকার। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন ফাং চি নক (Mr. Fung Chi Nok , প্রকৌশলী জাহান মো. শাহ, ড. এমএনএইচ মুনিম এবং মোহাম্মদ ইকবাল বাহার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শরীফুল ইসলাম, আর্থিক বিষয় দেখবেন অর্থ সম্পাদক শেখ নিয়াজ হোসেন।
বাণিজ্য, বাণিজ্যিক ও শিল্প কার্যক্রমের দায়িত্বে থাকবেন শামসুল আরেফীন সোহেল; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানি রেজা; নারী বিষয়ক সম্পাদক সাইদা সাইকা রোজি; শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেবেন এম.জি. শামস খান। সামাজিক কল্যাণ কার্যক্রমের দায়িত্বে থাকবেন সাদ্দাম হোসেন রনি এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবেন শেখ আলী আশরাফ ফারুক।
সংবাদ ও প্রচারনায় নেতৃত্ব দেবেন তাহরিমা ইসলাম; আইসিটি উন্নয়ন তত্ত্বাবধান করবেন সুধীপ্ত রায় আকাশ; যুব বিষয়ক দায়িত্বে থাকবেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতির বিশেষ সহকারী ও কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজেদা সাবির।
নতুন নির্বাহী কমিটি আগামী দুই বছরে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা জোরদার, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানো এবং বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.