আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছেন র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
সোমবার ১৩/০৫/২০২৪ ইং তারিখ বিকেলে পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: আনোয়ার হোসেন খাঁন, পিতা: মৃত গিয়াস খাঁন, সাং কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামী তার প্রতিবেশী আসমান খাঁন, পিতা: হাকিম খাঁন কে দা দিয়ে কোপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর থেকেই আসামী আত্মগোপনে ছিল। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজাসহ ৫০০০ (পাঁচ হাজার) টাকা, অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর অতিক্রান্ত হলেও আসামী অন্য একটি জেলায় আত্মগোপনে থাকা অবস্থায় দিব্যি সংসার করে আসছিল। পরবর্তীতে, বাকেরগঞ্জ থানা পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। র্যাব-৮ বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা এলাকা থেকে অভিযান পরিচালনা করে পলায়নরত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.