মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের ব্যানারে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ইউএনও অফিসের সামনে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহবুবর রহমান, কালমেঘ আর আলী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল্লাহ্ আল বাকী, সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ প্রমথ, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী জিল্লুর সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘ঢাকায় শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যাব না। আমাদের কর্মবিরতি দাবী না হওয়া পর্যন্ত চলমান থাকবে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে আমরা তা পালন করবো।
বিক্ষোভ সমাবেশে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশত শিক্ষক-কর্মচারী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.