'আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।'
'সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।'
'সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ফাস্ট লেডিরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।'
'এর আগে, স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। '
'তীব্র শীত উপেক্ষা করেই শপথ অনুষ্ঠান উপলক্ষে ক্যাপিটল হিলের সামনে উপস্থিত হয়েছে ট্রাম্পের হাজারো সমর্থক। শপথ অনুষ্ঠানের জন্য ক্যাপিটল হিল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।'
'নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট।'
'ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নির্বাচনে নাটকীয় জয় পান। বয়স, বিরোধী শিবিরের নানা কৌশল এমনকি আততায়ীর প্রাণঘাতী হামলাও তাঁকে টলাতে পারেনি। সব হিসাব পাল্টে দিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট পদে বসলেন ট্রাম্প।'
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.