ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
'ঈদ আনন্দ হোক সবার’ এ লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা শ্রেণি-পেশার ৫০০ দুঃস্থ পরিবারের মধ্যে ছয় লাখ টাকার ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক লিটার তেল, দুধ, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরনের খাদ্য সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।
উল্লেখ্য এই সংগঠনটি ১ যুগ ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.