এম এ আকরাম, ভোলা থেকে : আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল। ৫ আগষ্ট পর্যন্ত এদেশে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হত্যা লুঠ, গুম, চাদাবাজী, মানুষকে জিম্মি করে রেখেছে। এ দেশে আওয়ামীলীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে।
বিএনপি সন্ত্রাসী দল নয়। তার প্রমান ৫ আগস্টের পর বোরহানউদ্দিন- দৌলতখানে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথী হিসেবে ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ কথা বলেন।
তিনি আর ও বলেন জামায়েত ইসলাম বর্তমানে বিএনপির বিষেদাগার করছে। তারা ক্ষমতায় যেতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে মরিয়া হয়ে উঠছে।তিনি দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহব্বান জানান। উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খান স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খানের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসান হাওলাদার, শহিদুল আলম নাছিম, হুমায়ন কবির সেলিম,নেছারউদ্দিন বাহার , উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, উপজেলা যুবদলের আহবায়ক সিহাবউদ্দিন হাওলাদার,কৃষক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়া,শ্রমিক দলের সাধারন সম্পাদক জামাল পঞ্চায়েত,মহিলা দলের সাধারন সম্পাদক ইসরাত জাহান বনি,,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, মৎসজীবি দলের আহবায়ক ফরিদ নক্তি, ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.