২০২৪ সালের সেপ্টেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের (এফওসিএসি) বেইজিং শীর্ষ সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের লক্ষ্যে, জি-২০ নেতাদের ২০তম শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ২৩ নভেম্বর চীন ও দক্ষিণ আফ্রিকা সরকার যৌথভাবে ‘আফ্রিকান আধুনিকায়ন সহযোগিতা উদ্যোগ’ প্রকাশ করেছে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো আফ্রিকার দেশগুলোকে তাদের নিজস্ব অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিকায়নের পথ স্বাধীনভাবে অনুসন্ধান এবং টেকসই উন্নয়ন অর্জনে সহায়তা করা।
উভয় পক্ষ আফ্রিকান ইউনিয়নের ‘২০৬৩ এজেন্ডা: যে আফ্রিকা আমরা চাই’ ও এর সাতটি মূল ভিশন এবং আফ্রিকান মহাদেশে অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণের বাস্তবায়ন সমর্থন করে। উভয়পক্ষ চীনা শৈলীর আধুনিকায়নকে স্বাগত জানায়, যা গ্লোবাল সাউথের আধুনিকায়নের জন্য, যার মধ্যে আফ্রিকাও অন্তর্ভুক্ত, নতুন পছন্দ সরবরাহ করে। তারা এফওসিএসি প্রতিষ্ঠার ২৫ বছর ধরে আফ্রিকার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রশংসা করে এবং আফ্রিকার সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের জন্য ১০০% শুল্কমুক্ত ব্যবস্থা চালু করার চীনের ঘোষণাকে উচ্চভাবে মূল্যায়ন করে।
চীন ও দক্ষিণ আফ্রিকা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করতে, আফ্রিকার দেশগুলোতে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করতে, সবুজ অবকাঠামো ও সবুজ খনিজ সম্পদে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে, আফ্রিকার খাদ্য ও চিকিত্সা নিরাপত্তা নিশ্চিত করতে, গ্রামীণ উন্নয়ন ও শিল্পোন্নয়ন এগিয়ে নিতে, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করতে এবং আফ্রিকার দেশগুলোকে ‘ছয়টি আধুনিকায়ন’ অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়েছে। এ ছয়টি আধুনিকায়ন হলো: ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আধুনিকায়ন, উন্মুক্ত ও জয়-জয় আধুনিকায়ন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আধুনিকায়ন, বহুমুখী ও অন্তর্ভুক্তিমূলক আধুনিকায়ন, বাস্তুতান্ত্রিকভাবে বন্ধুত্বপূর্ণ আধুনিকায়ন এবং শান্তিপূর্ণ ও নিরাপদ আধুনিকায়ন।
উদ্যোগটি প্রকাশনা অনুষ্ঠানে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মিয়াও তে ইয়ু এবং দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালবিনা মোশোয়াও, পাশাপাশি আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এবং ইন্দোনেশিয়ার কোঅর্ডিনেটিং মিনিস্টার ফর ইকোনমিক অ্যাফেয়ার্স আইরলাঙ্গা উপস্থিত ছিলেন।
সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.