নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় ২৮ শে জুলাই শুক্রবার ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
এ দিকে দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নতুন যোগদানকৃত উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিনত করার লক্ষে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।নিজ নিজ কর্মক্ষেত্রে সকলকে দায়িত্বশীল হতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। এছাড়া এ সময় ছিলেন, সিসিএপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মণি, আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.