অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মোঃ মুজাহিদ গাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মুজাহিদ উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের মোঃ মান্নান গাজীর পুত্র।
রবিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় গৌরম্ভা বাজার সংলগ্ন শ্রীরম্ভা চৌরাস্তার মোড়ে আয়ুব আলী শেখ এর বরফের দোকানের সামনে মুজাহিদ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর সুবীর কুমার রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে মুজাহিদের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করে তার কাছে থাকা ৫৫ (পঞ্চান্ন) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুজাহিদ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গতকাল তাকে অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ (৭ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.