স্টাফ রিপোর্টার: লক্ষীপুরের রামগঞ্জ সেবা কো-অপারেটিভ সোসাইটির ১৬তম বার্ষিক সভা শনিবার দুপুরে জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রেদোয়ান হোসেন ও যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু এর যৌথ উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) কার্তিক চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী সমবায় কর্মকর্তা মোঃ তছলিম হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ মজিবুল হক মাস্টার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আফরোজা খানম, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এমরান প্রমুখ। সভায় প্রধান অতিথির হাতে খেলাপি ঋনের তালিকা প্রদান করা হলে তিনি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.