বাঘিনীর বেহেস্ত যাত্রা
রীণা রায়
সারা ধরিত্রী আজ শান্ত,
পাখিরা করে না কলরব..
রাজপথ আজ জনশূন্য,
মাগরিবের নামাজ অন্ত।
কবরে অপেক্ষমান তাঁর বাঘরাজা-
হুটার বাজিয়ে আসছে জানাজা...
ঢাকা থেকে কুমিল্লা,
পথপ্রদর্শক স্বয়ং আল্লাহ!
চিরনিদ্রায় শায়িত দুই জন,
বহু প্রতীক্ষার রইবে মিলন।
দুই সন্তান মানিক- মোক্তার
কাঁধ দিয়েছে মায়ের জানাজার।
রত্নগর্ভধারিনী মা'য়
জান্নাতুল ফেরদৌসে
উচ্চ মোকাম দান করিয়ে,
পৌছে দেবে বেহেস্তের ঠিকানায়।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.