আন্তর্জাতিক ডেস্ক
২৩শে মে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে চীনের তাইওয়ানকে ঘিরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
তাইওয়ান প্রণালী, তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ ও পূর্ব, সেইসঙ্গে খিনমেন, মাতসু, উছিউ এবং তংয়িন দ্বীপের আশেপাশের অঞ্চলে মহড়া চালানো হচ্ছে।
ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র নেভাল কর্নেল লি সি বলেছেন, বৃহস্পতিবারের মতো ২৪ মে শুক্রবারও চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড থিয়েটারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট-বাহিনী ও অন্য সেনারা তাইওয়ানের চারপাশে মহড়া চালাবে। এ মহড়ার নাম রাখা হয়েছে জয়েন্ট সোর্ড-২০২৪এ।
যৌথ এ মহড়ায় নৌ ও বিমানে যুদ্ধ প্রস্তুতির টহল, ব্যাপক যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের যৌথ দক্ষতা এবং মূল লক্ষ্যে যৌথভাবে ও নির্ভুলভাবে আক্রমণের অনুশীলন করা হবে। এটি "তাইওয়ানের স্বাধীনতার" দাবি করা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর বার্তা এবং "স্বাধীনতা" চাওয়া এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কতা।
সূত্র: ফয়সল-নাহার,সিএমজি বাংলা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.