বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়িতে ২৫ মার্চ গনহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল হোসেন মীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক হোসেন সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.