নওগাঁয় মাটি খুঁড়তে গিয়ে ৬৪ কেজি ওজনের প্রাচীন একটি শিবলিঙ্গের একাংশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ওই বস্তুটি কষ্টি পাথর বলে ধারণা করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৪ এপ্রিল) জেলার, রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বাজার এলাকা থেকে শিবলিঙ্গের অংশ বিশেষটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ওই এলাকার শাহিন আলম নামে এক ব্যক্তি শ্রমিক দিয়ে বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এক পর্যায়ের পাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে, এটি শিবলিঙ্গ রাখার পাটাতন। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরো বলেন, আদালতের অনুমতি নিয়ে বস্তুটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.