মোর্শেদা চৌধুরী এ্যানি:
বাবার আমার প্রিয় বন্ধু বাবাই আমার জান,
বিপদ-আপদে বাবাই বাঁচান আমার মন-প্রাণ।—২
শিশু কালে বাবা ছিলেন মজার খেলার সাথী,
হাজার চেষ্টা করে তিনি জ্বালান মোমের বাতি।
এই আমাকে বন্ধু ভেবে কেউতো ভালো বাসেনা,
গরীব ভেবে তাড়িয়ে দেয় আমার কাছে আসেনা।
বাবা আমায় টেনে নিয়ে আদরে বুকে জড়ান
বাবা আমার প্রিয় বন্ধু বাবাইই আমার জান,
বিপদ-আপদে বাবাই বাঁচান আমার মন-প্রাণ।–২–ঐ
ক্ষুধার জ্বালায় টাকা ছাড়া খাবার নাহি মিলে,
পেট ভরে খেতে পারি আমি বাবার হোটেলে।
আমি যখন অসুস্থ হই ঘুম আসেনা চোখে,
বাবাই আমায় দ্রুত নিয়ে যান ডাক্তারের কাছে।
নিঃস্বার্থে সংসারে খেটে ক্লান্ত শ্রান্ত দিন রাতি
শিশু কালে বাবা ছিলেন মজার খেলার সাথী,
হাজার চেষ্টা করে তিনি জ্বালান মোমের বাতি।—ঐ