মুক্ত কেশে,
হাওয়ায় ভেসে,
চলছি উড়ে,
শহর ছেড়ে।
অচিন দেশে,
পাখির বেশে,
নীড়ের খোঁজে,
বনের মাঝে,
বুনবো বাসা,
দিয়ে আশা।
বাঁধবো সুর,
বাজবে নুপুর,
থাকবো একা,
মিলবে দেখা,
অচেনা পথিক,
ভুলবে দিক।
হবে সাথী,
কাটাবে রাতি,
গুনবো প্রহর,
একলা শহর।
হারিয়ে আমায়,
কাঁদবে সবাই।
ভাবনা আজব,
মিলিয়ে সব।