ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝালকাঠি সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ Logo চর্যাপদ সাহিত্য একাডেমির গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ পাচারকারী আটক Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক Logo শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান চীনের প্রতিরক্ষামন্ত্রীর Logo ‘এপেক পুত্রজায়া ভিশন ২০৪০’– আঞ্চলিক সমৃদ্ধির রোডম্যাপ:পেড্রোসা Logo ডিজিটাল ও সবুজ রূপান্তরে এশিয়া-প্রশান্ত অঞ্চলের নেতৃত্ব দিতে চায় চীন Logo অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার Logo কুমিল্লায় গাছের ডাল থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার Logo বরুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

লালমনিরহাট প্রতিনিধি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম ও শুরু করছে। তিনি আশা প্রকাশ করেন, যে আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অযৌক্তিক দাবীতে দেশে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানান তিনি।


শনিবার (​১ নভেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

‎​
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন। সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে,আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ,এটি যদি ব্রেক হয়। দেশের অগ্রগতি ও দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু,আসছে নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এ ব্যাপারে তাদের কাজ করে যাচ্ছে।

‎​
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে।
‎প্রধান অতিথি বলেছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি।

‎​মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যে সমস্ত মডেল মসজিদ উদ্বোধন করা হয়নি। সেগুলো সরকারের নলেজে আছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে। যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ পেলে আমরা আইনি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎​
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান প্রমূখ সহ জেলার অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ঝালকাঠি সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

SBN

SBN

অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

আপডেট সময় ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম ও শুরু করছে। তিনি আশা প্রকাশ করেন, যে আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অযৌক্তিক দাবীতে দেশে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানান তিনি।


শনিবার (​১ নভেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

‎​
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন। সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে,আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ,এটি যদি ব্রেক হয়। দেশের অগ্রগতি ও দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু,আসছে নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এ ব্যাপারে তাদের কাজ করে যাচ্ছে।

‎​
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে।
‎প্রধান অতিথি বলেছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি।

‎​মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যে সমস্ত মডেল মসজিদ উদ্বোধন করা হয়নি। সেগুলো সরকারের নলেজে আছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে। যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ পেলে আমরা আইনি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎​
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান প্রমূখ সহ জেলার অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।