
মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ার আগানগরে কুমিল্লা ০১ পল্লী বিদ্যুৎ সমিতির ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
১২ নভেম্বর আগানগর এলাকার গ্রাহকগনের বিদ্যুৎ সেবা দ্রুততম সময়ে নিষ্পত্তি করনের সুবিধার্থে ঐ এলাকায় “আগানগর ইউনিয়ন অভিযোগ কেন্দ্র” চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -০১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের সভাপতি মো: হেদায়েত উল্লাহ, বরুড়া জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ, এজিএম প্রসাশন জনাব আবু ফাহাদ মজুমদার, এজিএম মো: আরিফুর রহমান, জুনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ তারেক হোসেন ও মোঃ আহসান উল্লাহ। এছাড়া এলাকা বাসীর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: রতন ভুঁইয়া, আগানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, প্রাক্তন মেম্বার লুৎফর রহমান, বিদ্যুৎবিদ মোঃ কবির হোসেন, ব্যবসায়ী মোঃ শামসুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বরুড়া জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিংগাচৌ ভুইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
মুক্তির লড়াই ডেস্ক : 


























