প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
রাজশাহীর তানোরে অবৈধভাবে মাটি কাটায় ভেকু নিস্ক্রীয়
মোঃ মাসুদ রানা , রাজশাহী জেলা প্রতিনিধি ||
রাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো পশ্চিম পাড়া মহল্লায় অভিযান চালিয়ে স্কেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করা হয়েছে। জানা গেছে,গত ১৪ জানুয়ারি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চিনাশো পশ্চিম পাড়া মহল্লায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করেছেন।এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি (ভেকু) অকেজো করে দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে। এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত