প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার ||
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন জনাব তারেক রহমান। তিনি প্রথমে নিজ বাসভবনে যান এবং সেখানে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পাঁচ মিনিট অবস্থানের পর ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে বের হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন।সৌজন্য সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত