প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
বরুড়ায় বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরুড়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরুড়া উপজেলা ও পৌরসভার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি-এর সভাপতি জাকারিয়া তাহের সুমন।প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, “দেশ গড়ার প্রধান শক্তি হচ্ছে তরুণ সমাজ। তরুণদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, কারিগরি জ্ঞান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষিত ও দক্ষ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।”তিনি আরও বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”বরুড়ার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বরুড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি সবসময় কাজ করে যাবে।”কর্মশালায় বক্তারা ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।এ সময় বরুড়া উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত