প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
দীর্ঘ বিরতির পর ইউটিউবে প্রকাশিত হলো সোনিয়া নুসরাতের নতুন গান "তোমাকে চাই
বিনোদন ডেস্ক ||
দীর্ঘ চার বছরের বিরতির পর ফিরে এসেছেন তরুণ কণ্ঠশিল্পী ও মডেল সোনিয়া নুসরাত। গত১৫ জানুয়ারি তার নতুন গান ‘তোমাকে চাই’ প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শক ও শ্রোতাদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে।গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সোনিয়া নিজেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তার পাশে মডেল হিসেবে অভিনয় করেছে কানাডার জনপ্রিয় মডেল রনি। গানের কথা লিখেছে রাকেশ, সংগীত পরিচালনা করেছেন এপি শুভ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কাজী। পুরো গানটির ভিডিও কানাডার বিভিন্ন সুন্দর মনোরম ও দৃষ্টিনন্দন স্পটে শুটিং করা হয়েছে। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন আহমেদ সাব্বির, আর এর এরেজমেন্ট করেছেন সৌরভ। এছাড়াও, গানে র্যাপ করেছেন টুকু। মিউজিক ভিডিওতে নাচের মাধ্যমে প্রাণবন্ততা এনেছেন কানাডার জনপ্রিয় মুখ মারিরা ও সারা। এটি সোনিয়া নুসরাতের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।সোনিয়া নুসরাত বলেন “গানটি নিয়ে আমি খুব আশাবাদী। নতুন বছরের এই নতুন মিউজিক ভিডিও শ্রোতা ও দর্শকদের কাছে ভালো লাগবে। দর্শক এবং শ্রোতা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।”সোনিয়ার প্রত্যাবর্তন সঙ্গীত জগতে নতুন উদ্দীপনা যোগ করেছে। তার ২০১৭ সালের হিট গান ‘ভাল্লাগে না’ জনপ্রিয়তা পেয়েছিল সিয়াম আহমেদ ও উর্মিলা শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করে। এছাড়াও, ভারতীয় গায়ক শানের সঙ্গে তার গাওয়া ‘কেনো মন হারালো’ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।সঙ্গীতের পাশাপাশি মডেলিং ক্ষেত্রেও পরিচিতি পাওয়া সোনিয়া নুসরাতের ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জানো কি তুমি’ মিউজিক ভিডিও দিয়ে। তবে ২০২০ সালে ইরফান সাজ্জাদের বিপরীতে একটি মিউজিক ভিডিওর পর তিনি কিছুটা নীরব হয়ে পড়েন।চার বছরের দূরত্ব কাটিয়ে সোনিয়ার এই প্রত্যাবর্তনে তার ভক্তরা উচ্ছ্বসিত। আশা করা যাচ্ছে, ‘তোমাকে চাই’ গানটির মাধ্যমে তিনি আবারও দেশের সংগীতাঙ্গনে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত