প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ম্যাজিক বাউলিয়ানায় বিচারক হিসেবে দক্ষতার পরিচয় দিলেন লাভলী দেব
রিফাত সাইফুদ্দিন ইয়াহ্ইয়া ||
এবার ম্যাজিক বাউলিয়ানার ৫ম আসরে সুষ্ঠু নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় সত্যিকার ম্যাজিক দেখালেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী লাভলী দেব। বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে এবং স্টুডিও রাউন্ডে মেন্টর হিসেবে দক্ষতার পরিচয় দিয়ে সুধীজনের প্রশংসা অর্জন করে নিয়েছেন তিনি। ২০২২ সাল থেকে ম্যাজিক বাউলিয়ানার সাথে সম্পৃক্ত রয়েছেন জন্মসূত্রে সিলেটি কন্যা প্রখ্যাত লোকসংগীত শিল্পী লাভলী দেব। এবছর বাংলাদেশের সবচেয়ে বড়ো লোকসংগীতের এই রিয়েলিটি শো'তে তার ভূমিকা ছিলো বৈচিত্র্যে ভরপুর।এবারই প্রথম কোনও রিয়েলিটি শো তে প্রতিযোগিতায় শুধু সিলেট অঞ্চলের ১৯জন গীতিকারের লেখা লোকসংগীত প্রচারে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। ১৯জন প্রতিযোগির কণ্ঠে তিনি তুলে দিয়েছেন সিলেটের লোকগান। যে সব লোককবিদের গান প্রচারিত হয়েছে ম্যাজিক বাউলিয়ানায় তারা হলেন, সৈয়দ শাহনুর শাহ, শিতালং শাহ, দ্বীন ভবানন্দ, হাছন রাজা, রাধারমণ দত্ত, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, আরকুম শাহ, শেখ ভানু, ক্বারী আমির উদ্দিন, এ. কে.আনাম, কফিলউদ্দিন সরকার, খোয়াজ মিয়া, পাগল হাছান ওজাহাঙ্গীর রানা।২০২৫ সালের ম্যাজিক বাউলিয়ানায় প্রাথমিক শিল্পী নির্বাচন প্রক্রিয়ায় জাতীয় পর্যায়ে অন্যান্য আরও গুনী বিচারক যুক্ত ছিলেন কিন্তু তার মধ্যে লাভলী দেব অন্যতম।দেশের প্রতিটি বিভাগে শিল্পী নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। আঞ্চলিক পর্বগুলোতে নির্দিষ্ট অঞ্চলের বিচারকরাও বিচারকার্যে যুক্ত ছিলেন স্টুডিও রাউন্ডে পালন করেছেন মেন্টরের দায়িত্ব। এ পর্বের অন্য দুজন মেন্টর হলেন লোকসংগীতশিল্পী খায়রুল ইসলাম এবং কামরুজ্জামান রাব্বি। সেরা ১৯জন শিল্পীর মধ্যে ৭ জন প্রতিযোগি ছিলো উনার তত্বাবধানে, যারা সবাই লটারির মাধ্যমে যার যার গ্রুপে যুক্ত হয়েছিলো। মেন্টর ছিলেন তিনি ৭ জনের তবে ১৯ জনের কণ্ঠেই তুলে দিতে চেষ্টা করেছেন আমাদের লোকগান।বর্তমানে লাভলী দেব এর গ্রুপের ৭জনের মধ্যে ৩জনই সেরা ৫-এ স্থান পেয়েছে।প্রতিযোগিতার আদ্যপান্ত নিয়ে লাভলী দেবের ভাষ্য হচ্ছে, আমরা সারাদেশ থেকে যাদের নিয়ে এসেছি তারা প্রত্যেকেই অসাধারণ প্রতিভার অধিকারী। লোকসংগীতশিল্পী হিসেবে সকলেই দক্ষ। যারা সেরা ৫-এ আসতে পারেনি সেটা প্রতিযোগিতার কারণে। কিন্তু তারা প্রত্যেকেই লোকসংগীতকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথমত আমাদেরকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিয়েছেন পুরো স্কয়ার গ্রুপ। আমার জানামতে এ পর্যন্ত বাংলাদেশের কোনো রিয়েলিটি শোতে সিলেট অঞ্চলের এতো গান উপস্থাপিত হয়নি। এর জন্য বিশেষ কৃতজ্ঞতা সারা বাংলাদেশ থেকে আসা প্রতিযোগিদের এই গান তুলে দিতে কি পরিমাণ শ্রম দিতে হয়েছে তা শুধু ঈশ^রই জানেন। আমি চেষ্টায় কোনও ত্রুটি করিনি।তবুও কাজ করতে গেলে কিছু অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায়। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ এই স্লোগানে বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো-‘ম্যাজিক বাউলিয়ানা’। স্কয়ার টয়লেট্রিজ গ্রুপের সান ফাউন্ডেশনের উদ্যোগে মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই জনপ্রিয় শো’র মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত