প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
বিশ্ব প্রতিবন্ধী ক্রীড়ার ভবিষ্যতে চীনের নেতৃত্ব আরও সুদৃঢ়
আন্তর্জাতিক ডেস্ক : ||
আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট আন্দ্রু পার্সনস ১৩ জানুয়ারি, মঙ্গলবার বলেন, বিশ্বের প্রতিবন্ধী অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধী ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে চীনের ভূমিকা দৃষ্টান্তমূলক। ক্রীড়ার মাধ্যমে প্রতিবন্ধীদের পুনরুদ্ধার ও সামাজিক সংমিশ্রণের অনুশীলন বিশ্বের জন্য ‘চীনা মডেল’ প্রদান করেছে। মঙ্গলবার বুদাপেস্টে, হাঙ্গেরির প্রতিবন্ধী শিশুদের জন্য পুনর্বাসন সুবিধা ও ক্রীড়াকেন্দ্র পরিদর্শনকালে পার্সনস আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক গেমসে চীনের অর্জিত সাফল্য বেশ আকর্ষণীয়। আর, গ্রীষ্মকালে প্রতিবন্ধি অলিম্পিক গেমসে চীন শীর্ষস্থান পাচ্ছে ধারাবাহিকভাবে। বিশেষ করে, ২০২২ সালের বেইজিং শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পর, শীতকালীন ক্রীড়া খাতে চীন দ্রুত উন্নত হয়। তিনি আরও বলেন, বেইজিং, শাংহাই, হাংচৌসহ বিভিন্ন এলাকায় উচ্চমানের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যাতে প্রতিবন্ধী খেলোয়াড়দের ধারাবাহিক ও পেশাদার প্রশিক্ষণ নিশ্চিত করা যায়। চীনে প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রশিক্ষণ পরিবেশ বিশ্বের সবচেয়ে ভালো। প্রতিবন্ধী ক্রীড়ার সামাজিক মূল্য সম্পর্কে তিনি জোর দিয়ে বলেছেন, ক্রীড়ার তাত্পর্য কেবল প্রতিবন্ধী অলিম্পিক গেমসে পদক অর্জন করা, বরং প্রতিবন্ধীদের পুনর্বাসন ও আত্মবিশ্বাস জোরদারে এবং সামাজিক জীবনযাপনে মিলেমিশের জন্য সহায়ক। আসন্ন মিলান-কর্টিনা শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস সম্পর্কে তিনি বলেন, ৬ মার্চ এ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ইতালির ভেরোনা এরিনায় আয়োজন করা হবে। এ স্টেডিয়ামের ২০০০ বছরের ইতিহাস রয়েছে এবং অ্যাক্সেসিবিলিটির সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। সূত্র:সুবর্ণা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত