প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
উদ্ভাবনের সুফল মানবজাতির কল্যাণে ছড়িয়ে দিতে চীনের অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক : ||
১৪ ই জানুয়ারি, (বুধবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন অব্যাহতভাবে উন্মুক্ত ও সহযোগিতামূলক মনোভাব বজায় রেখে উদ্ভাবনী সুফল ভাগাভাগি করে যাবে।তিনি জানান, গত বছরে চীনের প্রযুক্তি ও শিল্পের মধ্যে গভীর সংযোগ স্থাপিত হয়েছে এবং অনেক উদ্ভাবনী সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে উদ্ভাবনই চীনের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে। "পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তাবনাতে" ৬১ বার ‘উদ্ভাবন’ শব্দটি উল্লেখ করা হয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবনকে দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।নিজস্ব উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের নানা দেশের সাথে চীন উদ্ভাবনী সুফল ভাগাভাগি করছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সুবিধা ও সুফল গোটা মানবজাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। চীন অব্যাহতভাবে উন্মুক্ত ও সহযোগিতার মনোভাব নিয়ে উদ্ভাবনী সুফল ভাগাভাগি এগিয়ে নেবে এবং বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধি জোরদার করবে। সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত