প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
নাঙ্গলকোটে গুলিতে দুইজন নিহত, এলাকায় থমথমে পরিস্থিতি
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার একটি এলাকায় এ গুলির ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত