প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
তেলের বিল না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ||
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় এক পাম্প কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িসহ সাবেক যুবদল নেতা আবুল হাসেম ও তাঁর চালককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা (৩০) খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা পবিত্র সাহার ছেলে।প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ভোররাতে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে প্রায় ৫ হাজার টাকার তেল নেয়। টাকা পরিশোধ না করে গাড়িটি চলে যেতে চাইলে শ্রমিক রিপন সাহা বাধা দেন। এ সময় তাকে গাড়িচাপা দিয়ে দ্রুত পালিয়ে যান চালক। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেল নেওয়ার পর গাড়ির মালিক আবুল হাসেম গাড়িতে ওঠেন এবং গাড়ি চালু হলে রিপন দৌড়ে পিছু নেন। কিছু দূর যেতেই গাড়িটি তাকে চাপা দিয়ে চলে যায়।রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঢাকা–খুলনা মহাসড়ক থেকে রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার পর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়িসহ মালিক আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বানিবহ নিজপাড়া গ্রাম থেকে চালক কামাল হোসেনকেও আটক করা হয়েছে। দুজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।উল্লেখ্য, গ্রেপ্তার আবুল হাসেম রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আগেও অস্ত্র আইনের মামলার তথ্য রয়েছে।এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত