প্রিন্ট এর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বম্ভরপুর থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় লোশন ও ক্যাপসুল উদ্ধার
এরশাদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি ||
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় লোশন ও ক্যাপসুল উদ্ধার করা হয়েছে র্যাব।শনিবার র্যাব র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল টহল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ সাকিনস্থ পাহাড় বিলাসের দক্ষিন পাশে কাপনা-ডলুরা যাওয়ার রাস্তায় কয়েকজন যুবক অবস্থান করলেন।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশে-পাশে উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি করে একটি খাকী রংয়ের কার্টুনের ভেতর থেকে ৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।অপর আরেকটি অভিযানে জেলার বিশ্বম্ভরপুর থানাধীন রাজাপুর এলাকায় অবস্থানকালে আনুমানিক রাত ০৩.২০ ঘটিকার সময়ল সলুকাবাদ সাকিনস্থ মুজিব পল্লীর একটি দোকানের সামনে রাস্তায় তল্লাশি করে তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা এবং দুইটি খাকী রংয়ের কাগজের কার্টুনের ভেতর থেকে ৪৬ বোতল বিদেশী মদ, ১৬০ পিস ভারতীয় লোশন এবং ২০৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করা হয়।পলাতক ব্যক্তিরা উদ্ধারকৃত বিদেশী মদ ও ভারতীয় পণ্য সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত