প্রিন্ট এর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়ক দীর্ঘদিনের সংস্কারে ভোগান্তিতে পাঁচ লাখ মানুষ
সৌরভ মাহমুদ হারুন, , ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) ||
কুমিল্লা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চললেও ধীরগতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষকে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কুমিল্লা শহরে যাতায়াত করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।২০২৪ সালের ভয়াবহ বন্যার আগেই সড়কটির অবস্থা ছিল নাজুক। পরে গোমতী নদীর ভাঙন ও বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়। অনেক জায়গায় সড়ক এতটাই ভেঙে গেছে যে স্বাভাবিকভাবে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।এই সড়কই বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষের কুমিল্লা শহরে যাতায়াতের প্রধান ও একমাত্র ভরসা। শিক্ষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই পথেই চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের কারণে প্রায় ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা। ভাঙাচোরা রাস্তায় দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে গিয়ে অসুস্থ মানুষ ও বয়স্করা পড়ছেন চরম বিপাকে। কুমিল্লা শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেক ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাজার এলাকাগুলোতে সিসি ঢালাইয়ের কাজ শুরু হলেও তা শেষ হতে দীর্ঘ সময় লাগছে। ভরসার বাজার এলাকায় দেড় মাস আগে কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। ফলে সেখানে প্রতিদিনই যানজট লেগে থাকছে। একমুখী সড়ক হওয়ায় কাজ চলাকালে যানজট আরও বেড়ে যাচ্ছে।এদিকে বুড়িচং বাজার থেকে কুমিল্লার পালপাড়া পর্যন্ত সড়কের পিচ তুলে সংস্কারকাজ শুরু হলেও তিন-চার মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সম্প্রতি বুড়িচং বাজার এলাকায় নতুন করে সিসি ঢালাই শুরু হওয়ায় পুরো বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিকল্প সড়ক ব্যবহারের কথা বলা হলেও সেগুলোর অবস্থাও ভালো না থাকায় দুর্ভোগ কমছে না।অন্যদিকে ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় টাটেরা থেকে মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হলেও কতদিনে শেষ হবে—এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন স্থানীয়রা।সড়কের বিভিন্ন স্থানে উঁচু-নিচু ও ঢালু অংশ থাকায় প্রায়ই অটোরিকশা ও সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে মানুষ আহত হচ্ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সড়কের বেহাল অবস্থার কারণে অনেক যানবাহনকে বিকল্প পথে হরিমঙ্গল হয়ে কিংবা গোমতী নদীর আইল ঘেঁষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমিল্লা যেতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি যাতায়াত খরচও বেড়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়ছে।স্থানীয় সিএনজি চালক মিজান বলেন, “চার-পাঁচ মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালাচ্ছি। বারবার গাড়ি নষ্ট হচ্ছে। যা আয় করি, তার চেয়েও বেশি খরচ চলে যায় মেরামতে। দ্রুত রাস্তা ঠিক করা খুব দরকার।”এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “মানুষ কিছুটা কষ্ট পাচ্ছে, এটা সত্য। তবে কাজ চলছে। বাজার এলাকায় সিসি ঢালাই এবং অন্য অংশে পিচ ঢালাইয়ের কাজ একসঙ্গে করা হচ্ছে। আশা করছি মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হবে।”
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত