প্রিন্ট এর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আব্দুল গফুর ভূঁইয়া তার নির্বাচনি হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করেছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।এদিকে, একই দিনে আপিল শুনানির শেষ পর্যায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রও বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত