প্রিন্ট এর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
যুবলীগ নেতাকে জামায়াত পরিচয়ে ইসলামী আন্দোলনে যোগদান
স্টাফ রিপোর্টার ||
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান দেখানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যোগদানকারী শহিদুল হক তালুকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা–কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে শহিদুল হক তালুকদারকে ‘আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা’ উল্লেখ করে ইসলামী আন্দোলনে যোগদানের কথা জানানো হয়।ফেসবুক পোস্টে লেখা হয়, “বরিশাল-৪ আসনের হাতপাখা প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।” পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা শুরু হয়।খোঁজ নিয়ে জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সর্বশেষ কমিটি অনুমোদিত হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে শহিদুল হক তালুকদারের নাম রয়েছে ২ নম্বর সিরিয়ালে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য পংকজ নাথের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।এমন একজন পরিচিত যুবলীগ নেতাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনে যোগদান দেখানো নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে।এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন, শহিদুল হক তালুকদারের রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ থাকায় উপজেলা শাখা থেকে তার যোগদান এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। তিনি ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাদের মাধ্যমে যোগদানের বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।ঘটনাটি ঘিরে বরিশাল-৪ আসনের নির্বাচনী এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত