প্রিন্ট এর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
কোটচাঁদপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
মোঃ শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের কোটচাঁদপুরে আগুনে পুড়ে ছোয়া খাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, রোববার বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামের রাকিব হোসেনের দেড় বছরের মেয়ে ছোয়া খাতুনকে ঘরের মধ্যে রেখে বাইরে কাজ করছিলেন তার স্ত্রী। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবসহ সবকিছু পুড়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পর রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত