প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
আবারও হোটচ খেলেন দেবীদ্বারে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
স্টাফ রিপোর্টার ||
আবারও হোটচ খেলেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল বহাল থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না তার।বুধবার শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।এর আগে গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। যদিও প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত